Most 3 Useful Unique Gadgets 👌 অসাধারণ ৩টি প্রয়োজনীয় ইউনিক গেজেট! DJI Pocket 2, Converter Cable & Air Cooler Fan
Product's Link-
আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো Most 3 Useful Gadgets নিয়ে। যে Gadgets গুলো আমাদের অনেক কাজে আসতে পারে।
You can Watch this Video-
Number - 01
★ এটা সত্যিই Uncommon & Outstanding একটা Action Camera. আমার Personal Vlogging Camera হিসেবে এটাকে বেছে নেওয়ার Main Reason হচ্ছে এটা All in One মানে একের ভিতর সব। এটার সাথে বিল্ডিন গিম্বল দেওয়া হয়েছে, যার ফলে এটা হাতে নিয়ে যেভাবেই ভিডিও করুননা কেন ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবেনা। ক্যামেরাটিকে Save zone এ রাখার জন্য একটি সুন্দর ক্যাস দেওয়া হয়েছে। এটার সাথে পেয়ে যাবেন একটি জয়েসটিক কনটোলার, মোবাইল ফোনে সেট করার জন্য আই ফোনের একটি কানেক্টর এবং উএসবি টাইপ সি পোর্ট এর একটি কানেক্টর পেয়ে যাবেন। এছাড়া রয়েছে চার্জিং কেবল। সাথে এই জিনিসটা রয়েছে, যাতে করে হাত থেকে পড়ে না যায়। এটার আবার দুইটি Package রয়েছে, Basic Package & Combo Package. আমি নিয়েছি Combo Packageটি তাই এর সাথে Extra পেয়ে গেলাম wide-angle lens, "Do-it-All" handle, USB Type-A to Type-C splitter, a wireless microphone transmitter, and a micro tripod. এটা খুবই ছোট, যার কারণে সহজে Carry করা যায় এবং যে কোনো মূহুর্তে সহজেই Video Record করা যায়। এটা দিয়ে সর্বোচ্ছ, 4k 60fpsএ Video Record করা যাবে। এটার আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে এর বিল্ডিন তিনটি মাইক্রোফোন রয়েছে যেগুলোর Sound Quality এতোই ভালো যে হয়তো আপনাকে আলাদা করে External Microphone ব্যবহার করতে হবে না। এটার ডিসপ্লেতে আপনি টাচ করেও use করতে পরবেন। DJI Mimo App এর মাধ্যমে কানেক্টর দিয়ে সরাসরি মোবাইলে Connect করা যাবে অথবা ডুইংগল এর মাধ্যমে Bluetooth দিয়েও Connect করা যায়। এটার একটি অসাধারণ Feature হচ্ছে, Traging Mood. কোনো একটি Subject কে Select করে ঐ Subject টি যেদিকে Move করবে Cameraটি তাঁকে Tag করতে পারে।
Number - 02
USB To DC Step Up Converter Cable 5V to 9V 12V Adjustable Voltage Volt Led Display Transformer DC Power Regulator with Switch Cord | To Buy- https://click.daraz.com.bd/e/_CZHXgR
★ সাধারণ যেকোনো Power Bank দিয়েই চাইলে এখন WiFi Router চালানো যাবে। এজন্য এরকম Booster কিংবা Battery এর প্রয়োজন নেই। এই একটি মাএ Cable দিয়ে চলবে সাধারণ যেকোনো Router। কারণ এটা শুধুমাত্র Cableই নয় এতে রয়েছে Boost Converter। Cable টির একপাশে আছে DC Port যেটা খুব সহজেই Router এ লাগাতে পারবেন। Port ভিন্ন হলে সাথে রয়েছে একটি Converter। Cable টির মূল প্রান্তে রয়েছে USB Port। এটা Just Power Bank এ লাগিয়ে দিলে Display তে সাথে সাথে দেখতে পাবেন Booster Voltage। Output Voltage এটা দুইভাবে Set করা যায়। এজন্য আছে ছোট্ট সুইচ। এই Power Bank টি সর্বোচ্ছ 5 Volt Output দেয় কিন্তু এই Cable টির মাধ্যমে হয়ে গেছে 9 Volt। 9 Volt এর Router হলে এখন চলবে কিন্তু 12 Volt এর Router হলে, এই Cable টির Switch টি Change করলে হয়ে যাবে 12 Volt। একটি 12 Volt এর Router এ লাগিয়ে Test করবো, দেখতে পাচ্ছেন Router On হয়ে গেছে তার মানে এই Cable টি কাজ করছে। Router ছাড়াও Cable টি বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব। বিদ্যুৎতিক সমস্যায় এটা কাজে লাগবে যে কোনো সময়। চমৎকার এই Booster Cable টি Collection এ রাখতে কেনার জন্য কিংবা Update Price জানার জন্য Link থাকবে Description, Comment Box অথবা Profile এর Bio'র Link এ Check করুন। এরকম আরো ভিডিও পেতে Subscribe করে On রাখতে পারেন Bel icon।
Number - 03
★ এইটা কি Fan? নাকি আসলে Air Conditioner! ফ্যানের ভিতর এখন AC'র মতো ব্যবস্থা। মূলত এখানে ৫টা Spray Humidification রয়েছে যার মধ্যে দিয়ে Cool Water Spray করা হয় আর নিচে রয়েছে 10 Watt এর একটি ফ্যান। এই ফ্যানের বাতাস + Cool Water Spray সবকিছু মিলে একটা ঠান্ডা বাতাস আপনাকে দিতে পারবে। এটা এমন একটা ফ্যান শুধুমাত্র যে গরমে AC'র মতো বাতাস দিবে তা কিন্তু না এটি শীতের সময়ও Humidifier হিসেবে Use করা যাবে। এইটার নাম হচ্ছে AIR COOLER FAN. এখানে একটা Water Tank রয়েছে যার মধ্যে আপনি নরমাল পানি কিংবা ঠান্ডা পানি দিবেন। এই ফ্যানটি আবার Adjustable, এইভাবে Adjust করা যায়। এখানে আরেকটা জিনিস আছে, এটাকে খুলে এখানে যদি কোনো একটা Spray করে ফ্যানটি চালান তখন কিন্তু সুন্দর একটা Smell বের হবে। বক্সটিতে Fan এবং একটি USB Type C Cable পাওয়া যাবে। ঝুলিয়ে রাখার জন্য সুন্দর একটি ব্যবস্থা আছে। এটা Artificial Leather. এর সামনের দিকে 4 টি Button দেওয়া থাকবে। প্রথম Button দিয়ে 3 টি Step এ ফ্যানটি Control করা যাবে- Low, Medium এবং High! তার পরের Button দিয়ে Spray Humidification করা যাবে। Button টি 1 বার Press করলে 1 টা Spray করবে, 2 বার Press করলে 3 টা Spray করবে এবং Finally 3 বার Press করলে 5 টা Spray করবে। এর পরের Button দিয়ে Water Tank এর RGB Colour Control করা যাবে। ৪র্থ নাম্বার Button টি হচ্ছে, Timed Shutdown! এটিও 3 টি Step এ Use করা যায়। আপনি যদি চান, এই ফ্যানটা 1 ঘন্টা পর Automatic বন্ধ হয়ে যাবে। 2 ঘন্টা কিংবা 3 ঘন্টার জন্যেও Set করা যাবে। ফ্যানটার সামনের অংশটি Clip System চাইলে এটা সহজেই খুলা যাবে, Clean করার জন্য। Total ফ্যানটা Plastic Built এবং Matte Finish। Matte Finish হওয়ায় দেখতে এটা মুটামুটি একটু Premium Type লাগে। তবে এটা Run করতে হলে Power Bank অথবা Charger দিয়েও সরাসরি বিদ্যুৎ এর মাধ্যমে Run করা যাবে। এটাতে Building Battery নেই যার কারণে এটার দামটাও কিছুটা কম।
No comments