আপনার Smartphone দিয়ে 3D Hologram Project বানিয়ে ফেলুন 😎
You Can Watch this Video-
- আমরা বিভিন্ন Movie তে দেখেছি Hologram বা Hologram Video। আজকের Video টি খুব বেশি Interesting হতে চলছে কারণ এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে যেকোনো Smart মোবাইল ফোন দিয়ে এই ধরনের Hologram Video তৈরী করতে পারবেন অর্থাৎ আপনার Smart Phones এর Display থেকে Video টা বের হয়ে আসবে। এটা খুব সহজেই সম্ভব এবং এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না।
- এর জন্য প্রয়োজন হবে- Graph Paper, CD Case or Transparent Plastic, Tape or Super Glue, Pen, Scissors, Smartphone এবং একটি Knife or Glass Cutter!
- Graph Paper এর জায়গায় Normal Paper নিলেও চলবে তবে Graph Paper হলে Shape টা আঁকতে গেলে Perfect ভাবে আঁকা যাবে যার ফলে খুব সহজেই Shape টি কাটা যাবে। এটাকে Scissor এর মাধ্যমে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর Shape টি ঠিক এরকম হবে।
- এর পর CD Case or Transparent যেকোনো Plastic নিতে পারেন। এবার এই Shape বরাবর চারটি পিস কেটে নিতে হবে। খুব Carefully কাটতে হবে যাতে সব Shape গুলোর সাইজ একই রকম হয়।
- এবার এই চারটি Shape কে Tape or Super Glue দিয়ে আটকিয়ে নিতে হবে। চারটি Shape কে আটকানোর পর ঠিক এইরকম একটি Shape তৈরী হবে।
- এবার চলে যেতে হবে YouTube এ এবং YouTube এ গিয়ে Search করতে হবে Hologram Video লিখে। দেখবেন অনেক গুলো Hologram Video Suggest করছে সেখান থেকে যেকোনো Hologram Video চালু করে Shape টিকে মোবাইল ফোনের Display এর উপর রাখতে হবে। রাখলে দেখবেন Video টি Hologram Video এর মতো চলছে। বিশেষ করে এর চারপাশ দিয়ে দেখলে 3D Hologram Video এর মতো Video টি চলছে। মনে হচ্ছে যেনো এর ভিতরেই ভিডিও টি চলছে। তবে এর জন্য আপনাকে এর Side থেকে দেখতে হবে উপর থেকে দেখলে বিষয় টি দেখা যাবে না।
- তো কেমন লাগছে এই Project টি? Comment এ জানান! চাইলে আপনি বাসায় Try করতে পারেন। Video টি ভালো লাগলে Like, Share এবং Off course Subscribe করে আমাদের পাশেই থাকবেন।
No comments