অসাধারণ একটি লাইটার 👉 এখন Lighter চলবে Charge দিয়ে & Screen এ Touch করার মাধ্যমে!

You can Watch the Video-

USB Rechargeable Touch Induction Heating Wire Cigarette Lighter |

এটা হলো Rechargeable Touch Lighter! মানে এখন থেকে Lighter ব্যবহার করতে পরবেন Mobile Phone এর Charger দিয়ে Charge করার মাধ্যমে এবং Screen এ Touch করার মাধ্যমে।

Lighter টির এই ঢাকনাটি Open করলে এর Power On হবে এবং এই Screen এ Touch করলে Lighter টি জ্বলে উঠবে। আবার 8 second পর Lighter টি Automatic Off হয়ে যাবে। এখানে থাকবে কয়েকটি Indication LED Light, যেগুলোর মাধ্যমে এর কতোটুকু Charge আছে কিংবা Lighter টি জ্বালানোর সময় নিয়ে বিভিন্নভাবে Indicate করবে। এ পাশে রয়েছে Lighter টিকে Charge করার জন্য Micro USB-B Port এবং Box টির মধ্যে থাকবে Lighter টিকে Charge করার জন্য একটি Micro USB-B Cable।

ইউএসবি চার্জযোগ্য টাচ ইন্ডাকশন হিটিং ওয়ায়ার লাইটার একটি আধুনিক ও সুবিধাজনক প্রযুক্তি যন্ত্রপাতি। এই লাইটার ব্যবহার করা খুব সহজ এবং নিরাপদ, কারণ এটি ইন্ডাকশন হিটিং প্রযুক্তি ব্যবহার করে কার্বন ফাইবার ওয়ায়ার ব্যবহার করে আগুন জ্বলাতে সাহায্য করে। এই লাইটারটি চার্জ করার জন্য ইউএসবি পোর্ট ব্যবহার করে, যা খুব সহজে পাওয়া যায়। এই টাচ ইন্ডাকশন হিটিং ওয়ায়ার লাইটার বেশিরভাগ জায়গায় ব্যবহার করা যেতে পারে।

এটি Material: plastic দিয়ে তৈরী, যেটি কয়েকটি Color এ পাওয়া যাবে, যেমন: red/green/blue/black।

এতক্ষণ যা বললাম সবই ঠিক আছে But যারা Heavy Use করবেন আমার মনে হয়না এটা তাদের জন্য appropriate হবে। কারণ আমি যখন কয়েল জ্বালাতে গেলাম তখন কয়েল টিকে জ্বালানোর জন্য অনেক্ক্ষণ Lighter টিকে জ্বালিয়ে রাখতে হয়েছিল এতে করে Lighter টি নষ্ট হয়ে যায়। এর কারণ, Lighter টিতো Plastic দিয়ে তৈরী যার কারণে অনেক্ক্ষণ জ্বালিয়ে রাখলে, এটি গরম হয়ে যায়, যার ফলে এর উপরের অংশের Plastic টি নরম হয়ে Lighter টির Main অংশ বাঁকা হয়ে যায়।

এর full Model Name হচ্ছে- USB Rechargeable Touch Induction Heating Wire Cigarette Lighter। নামটা শুনে বুঝাই যাচ্ছে এটা একটি Cigarette Lighter।

তাই যারা বিড়ি খোর আছেন কিংবা Fashionable এর জন্য use করতে চান তাদের জন্য ঠিক আছে, (তবে খেয়াল রাখতে হবে একটানা বেশিক্ষণ যাতে এটা না চালানো হয়) Otherwise এটা না কেনার জন্য আমি Suggest করবো কারণ আমি এটা Use করতে না করতেই নষ্ট করে পেলেছি। By the way, Update Price জানার জন্য Link থাকবে Description, Comment Box অথবা Profile এর Bio'র Link এ Check করুন। এরকম আরো ভিডিও পেতে Subscribe করে On রাখতে পারেন Bell icon।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.