DJI POCKET 2 - এটা সত্যিই Uncommon & Outstanding একটা Action Camera! DJI Osmo Pocket 2 Creator Combo 3 Axis Gimbal Stabilizer Action Camera Professional

Watch the full Video-

আজকে কথা বলবো আমার এই Action Camera টি নিয়ে। এটার মডেল হচ্ছে- DJI POCKET 2. আমার Personal Vlogging Camera হিসেবে এটাকে বেছে নেওয়ার Main Reason হচ্ছে, এটা All in One মানে একের ভিতর সব। বাজারে এতো Camera থাকতে এটা কেনো নিলাম, কোথায় থেকে নিলাম, কিভাবে নিলাম, এটার Boxএ কি কি থাকে এবং সবচেয়ে Important এটার Price কতো আর আমি কতো টাকায় নিলাম? এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এই ভিডিওতে।

Unboxing:
★ প্রথমেই আমরা Box Content দেখবো। Boxটি Open করলে পেয়ে যাবেন, Cameraটি। ক্যামেরাটিকে Save zone এ রাখার জন্য একটি সুন্দর Cover দেওয়া হয়েছে। এটার সাথে পেয়ে যাবেন একটি Mini Control Stick, মোবাইল ফোনে Set করার জন্য iPhone এর একটি Lightning Adapter এবং USB Type C port এর একটি Adapter পাওয়া যাবে। এছাড়া রয়েছে USB Type-A to Type-C Splitter Charging Cable। সাথে Wrist Strap রয়েছে, যাতে করে হাত থেকে পড়ে না যায় এবং থাকবে একটি Tripod Mount।

Packages:
★ এটার আবার দুইটি Package রয়েছে, Basic Package & Combo Package. আমি নিয়েছি Combo Packageটি তাই এর সাথে Extra পেয়ে গেলাম Wide-Angle Lens, "Do-it-All" handle, a Wireless Microphone Transmitter, a Wireless Microphone Windscreen and a Micro Tripod।

Why did I take it?
★ এটা নেওয়ার reason হচ্ছে, All in One মানে একের ভিতর সব। এটা Vlogging Camera হলেও, এটা দিয়ে মুটামুটি সব ধরনের Video তৈরী করা যায়। এটা খুবই ছোট, যার কারণে সহজে Carry করা যায় এবং যে কোনো মূহুর্তে সহজেই Video Record করা যায়। এটা দিয়ে সর্বোচ্চ, 4k 60fps এ Video Record করা যাবে। এটার আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে, এর building তিনটি Microphone রয়েছে যেগুলোর Sound Quality এতোই ভালো যে, হয়তো আপনাকে আলাদা করে External Microphone ব্যবহার করতে হবে না।

Excellent Features:
★ এটার ডিসপ্লেতে আপনি Touch করে use করতে পরবেন। এটার সাথে Building Gimbal দেওয়া হয়েছে, যার ফলে এটা হাতে নিয়ে যেভাবেই ভিডিও করুননা কেন ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবেনা। DJI Mimo App এর মাধ্যমে Connector দিয়ে সরাসরি মোবাইলে Connect করা যাবে অথবা "Do-it-All" handle এর মাধ্যমে Bluetooth দিয়েও Connect করা যায়। এটার একটি অসাধারণ Feature হচ্ছে, Tagging Mood. কোনো একটি Subject কে Select করে ঐ Subject টি যেদিকে Move করবে Camera টি তাঁকে Tag করতে পারে।

Where did I get it from?
★ সত্যি কথা বলতে আমার এটা Secondhand. আমি এটা নিয়েছি Facebook Marketplace থেকে। নতুন নেওয়ার Plan ছিলো Basic Package টা। পরে Facebook Marketplace এ পেয়ে গেলাম, Basic Package এর দামে Creator Combo Package টি।

How did I get it?
★ Secondhand Marketplace থেকে Product নিতে গেলে প্রতারণা হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই আমি আমার জেলাতেই পেয়েছি বিধায় আমি Product টি আগে হাতে নিয়ে দেখে শুনে ক্রয় করেছি। আপনারাও চেষ্টা করবেন, Secondhand Marketplace থেকে Product কেনার সময়, না দেখে কুরিয়ার থেকে নেওয়ার চেয়ে আগে নিজে দেখে নিতে। R হে আমি এটা কিনার আগে Check করে নিয়েছি এবং আমার মনে হয়েছে এটা তেমন একটা ব্যবহার করা হয়নি।

What is its price?
★ বর্তমানে Basic Package টির দাম হচ্ছে- প্রায় 35,500 টাকা এবং Creator Combo Package টির দাম- 45,500 টাকার মতো। আর আমার Secondhand টার দাম পরেছে মেমোরি কার্ড 2000৳ সহ 32 হাজার টাকা। কেনার জন্য কিংবা Update Price জানার জন্য Link-
https://click.daraz.com.bd/e/_CZ8MSe

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.