Walton Type-C to Multifunctional HUB
HUB WCH001 (TYPE - C to USB3.0*2 + Micro SD Card + SD Card + HDMI + PD (TYPE - C) + Audio In + Audio Out + 1000mbps Ethernet Port
Product Price: ৳4,850
Discount Price: ৳4,850
I found this great deal on Daraz! Check it out!
Product Name: Multiport Aluminium Alloy Dock Station Expander OTG Adapter USB 3.0 USB C HUB Type-C Splitter PD Charging
Product Price: ৳1,031
Discount Price: ৳824
এটি একটি Type C HUB কিন্তু আমাদের চেনা সাধারণ USB HUB নয়। Type C থেকে একিসাথে HDMI, USB, Network বা Audio এর মতো রয়েছে বহু features এর সহযোগে HUBটি তৈরি হয়েছে চমৎকার একটি Multifunctional Device এ। এটি হচ্ছে আমাদের দেশীয় brand Walton এর Antique series এর একটি HUB, যার মডেল নাম্বার হচ্ছে- WCH001। আজকের এই ভিডিওতে দেখাবো এই Multifunctional HUB টি কেন নিয়েছি, কি কি কাজে আমি এই হাবলি ইউজ করতে পারবো এবং এর features নিয়ে বিস্তারিত। প্রথমেই এর প্রাইসটি জানিয়ে রাখি। আমি এই HUB টি নিয়েছি Walton এর ePlaza থেকে। দাম পড়েছে 1770৳। প্রথমে তো আমার সাথে ছোট একটি স্ক্যাম হয়ে গিয়েছিলো, কি Scam হয়েছিলো এবং আপনার সাথে যাতে এই ধরনের Scam না হয়, যা আমার সাথে হয়েছে তার জন্য কি করণীয় তাও জানাবো।
Product টি Unboxing করলে পাওয়া যাবে, Walton এর Antique series এর এই Gadget টি। এটি একটি USB Type C HUB। ব্যবহার করা যায় প্রচুর কাজে। হাতে ধরে প্রথমেই fell হবে এটি একটি প্রিমিয়াম বিল্ড ডিভাইস। এটির exact model- WCH001 যেটা কিনা Multifunctional Type C HUB। HUB বলতে আমরা USB HUB বুঝে থাকি। এটা শুধু USB HUB নয় রয়েছে প্রচুর মাল্টি ফাংশনাল features। এই HUB টি ধরেই বুঝা যাচ্ছে এর বিল্ড কোয়ালিটি সাধারণ প্লাস্টিক নয়, এর পুরো বডি তৈরি করা হয়েছে Aluminum Alloy Material দিয়ে but এই দুই পাশে রয়েছে প্লাস্টিক, তবে সাধারণ প্লাস্টিক নয়, যেটা কিনা এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি। মেটাল বডির সাথে মডার্ন ডিজাইনের দেখতে খুবই আকর্ষণীয় লাগে ওয়ালটনের Antique সিরিজের এই টাইপ সি HUB টি। বিল্ড কোয়ালিটি দেখে বুঝা যাচ্ছে খুব সহজে ভাঙ্গা বা মুসকানের সম্ভাবনা নাই। স্মার্টফোনের মতো প্রায় এখনকার ল্যাপটপে দেওয়া হচ্ছে Type-C Port। Type-C এমন একটা ইন্টারফেস যার মধ্য দিয়ে transfer করা যায় প্রায় সব ধরনের data। ভালো ডাটা ট্রান্সমিশনের জন্য ভালো কেবল খুবই প্রয়োজন তাই এখানে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কেবল। ক্যাবলটির জয়েন এ ব্যবহার করা হয়েছে ফ্লেক্সিবল cap। এখন দেখবো কি কি আছে এই HUB এ, ফাংশনাল অ্যাক্টিভিটির এই প্রান্তে প্রথমে আছে- Audio Ports, ল্যাপটপ বা স্মার্টফোনের Type-C থেকে HUB টিতে থাকা ৩.৫ মিলিমিটার অডিও ফোর্টের মাধ্যমে পাওয়া যাবে অডিও ইন এবং অডিও আউট ফ্যাসিলিটি। অর্থাৎ ল্যাপটপ বা ফোনের সাথে এটা ব্যবহার করে type C port এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন হেডফোন বা মাইক্রোফোন। এরপর রয়েছে full size HDMI port যেটার মাধ্যমে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন যেকোনো ডিভাইসে। এখানে রয়েছে একটি ইউএসবি পোর্ট, সাধারণ ইউএসবি পোর্ট নয়, ব্যবহার করা হয়েছে ইউএসবি 3.0 port। HUB এর সামনের অংশে রয়েছে একটি Ethernet port। smartphone, tables অথবা ল্যাপটপ device যাই হোক না কেন 1000mbps Ethernet connector এ সহজেই দেওয়া যায় এখানে rj45 কেবল কানেকশন। এ পাশে রয়েছে আরো একটি ইউএসবি পোর্ট এটাও ইউএসডি থ্রি ভার্সনের। এরপর রয়েছে দুই দুইটি মেমোরি কার্ড স্লট। যেখানে আপনি ইউজ করতে পারবেন full size SD card এবং মাইক্রো এসডি কার্ড। সবশেষে রয়েছে একটি type C port, এটা দিয়েও ডাটা ট্রান্সফার, ডিভাইস কানেকশন এবং চার্জও করতে পারবেন। দেখতেই পারলেন এই একটি মাত্র ডিভাইসে কতগুলো features এড করা হয়েছে। সবমিলিয়ে আমি বলতে পারি এই HUBটি আমার অনেক কাজে আসতে পারে।
তো এবার জানাবো এই প্রোডাক্টটি আসলে কাদের জন্য? কারা নিবেন এবং কেন নিবেন? প্রথমে এক কথায় বলতে পারি যারা ম্যাকবুক ইউজার আছেন তাদের জন্য এই প্রোডাক্টটি একেবারেই একটি necessary জিনিস। কেন বলছি, সেটা ম্যাকবুক ইউজাররা ভালো করেই জানেন। কারণ ম্যাকবুকে C ports ছাড়া তেমন আর কোন ports দেওয়া থাকে না। আর আমরা যারা Windows ল্যাপটপ ইউজ করি, আপনার ল্যাপটপে কোন ports missing আছে, বা এক্সট্রা ports এর জন্য চাইলে এই গ্যাজেটটি ইউজ করতে পারেন। চাইলে আপনি extra features এর জন্য মোবাইল ফোনেও ইউজ করতে পারবেন। আর এর নেগেটিভ সাইট হচ্ছে- এর মেইন connectivity তে রয়েছে only type C connector। যদি সি-কানেক্টরের মাথায় আরেকটি ইউএসবি ডঙ্গল দেওয়া হতো তাহলে ভালো হতো। তখন টাইপ C এবং ইউএসবি A দুইভাবে কানেক্ট করা যেতো। যেটা কিনা অন্য ব্র্যান্ডের সেইম প্রাইসে পাওয়া যাচ্ছে। সেগুলোর লিংক আমি দিয়ে রাখবো।
No comments