OPPO A77 - Specifications | OPPO Bangladesh
Shop online with OPPO now! Visit OPPO on Daraz. | https://click.daraz.com.bd/e/_CZswB9
Watch the full Video-
Oppoর একটি কম দামি ফোন Oppo A77। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে MediaTek Helio G35 প্রসেসর, একই সঙ্গে 4G RAM এবং 128 GB স্টোরেজ থাকছে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই সস্তার হ্যান্ডসেটে, যার প্রাইমারি সেন্সর 50MP। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W সুপারVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক ColorOS 12.1 অপারেটিং সিস্টেমের সাহায্যে চলবে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি আলট্রা-লিনিয়ার স্টিরিও স্পিকার।
Oppo A77 ফোনটি Price in Bangladesh এ লঞ্চ করা হয়েছে Official ৳19,990 ৳20,990 4/128 GB টাকায়। অনলাইন ও অফলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনের মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে- স্কাই ব্লু এবং সানসেট অরেঞ্জ। আমার এটার কালার হচ্ছে- সানসেট অরেঞ্জ, দেখতে মুটামুটি বেশ কালারফুল।
এই হ্যান্ডসেটে রয়েছে একটি 6.56 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে প্যানেল, যার রিফ্রেশ রেট 60Hz। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতেই রয়েছে একটি ওয়াটারড্রপ নচ। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চলবে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM-এর সঙ্গে। রয়েছে 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে, যার মাধ্যমে অনবোর্ড স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ক্যামেরার দিক থেকে Oppo A77 ফোনটিতে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP সেন্সর, সঙ্গে LED ফ্ল্যাশও। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। সফটওয়্যার হিসেবে ফোনটি অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স ভিত্তিক ColorOS 12.1-এর সাহায্যে দৌড়াবে। এই ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনের 5G ভেরিয়েন্টে MediaTek Dimensity 810 চিপসেট ব্যবহার করেছিল Oppo। এছাড়াও ছিল 90 hz রিফ্রেশ রেট ডিসপ্লে। যদিও 4G ভেরিয়েন্টে 60 Hz ডিসপ্লে থাকছে। এর 5G ভেরিয়েন্টেরটি ইন্ডিয়াতে লঞ্চ করা হলেও বাংলাদেশে লঞ্চ করা হয় নি।
Connectivity
Network 2G, 3G, 4G
SIM Dual Nano SIM
WLAN ✅ dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth ✅ v5.0, A2DP, LE, aptX HD
GPS ✅ A-GPS, GLONASS, GALILEO, BDS, QZSS
Radio ✖
USB v2.0
OTG ✅
USB Type-C ✅
NFC ✅
Body
Style Minimal Notch
Material Glass front, plastic body / eco leather back
Water Resistance ✅ IP54, dust and water resistant
Dimensions 163.8 x 75 x 8 millimeters
Weight 187 grams
Display
Size 6.56 inches
Resolution HD+ 720 x 1612 pixels (269 ppi)
Technology IPS LCD Touchscreen
Protection ✖
Features 60Hz refresh rate
Sound
3.5mm Jack ✅
Features Loudspeaker (stereo speakers)
Highlights
Oppo A77 comes with 6.56 inches HD+ IPS LCD screen. It has a left watrdrop notch front camera design. The back camera is of dual 50+2 MP with PDAF, depth sensor, f/1.8 aperture etc. and Full HD video recording. The front camera is of 8 MP. Oppo A77 comes with 5000 mAh battery with 33W fast charging. It has 4 GB RAM, up to 2.3 GHz octa-core CPU and PowerVR GE8320 GPU. It is powered by a MediaTek Helio G35 (12 nm) chipset. The device comes with 128 GB internal storage and dedicated MicroSD slot. There is a side-mounted fingerprint sensor in this phone.
Pros Cons
✔ Big 6.56″ punch-hole 90Hz display ✘ No Full HD+ display
✔ iP54 certified Waterproof body ✘ No display protection
✔ 5000 mAh battery, 33W fast charging ✘ Poor performance Helio G35 chipset
✔ 128 GB ROM ✘ Very overpriced
First Release August 03, 2022! যদিও এটা মুটামুটি পুরাতন Smart Phone তার প্রায় দেড় বছর পরেও Complain করার মতো তেমন কোনো Issue নাই। Oppo A77 ফোনটির আপডেইট প্রাইজ জানতে পারেন, লিংক থাকবে Description, Comment Box অথবা Profile এর Bio'র Link এ Check করুন।
No comments