Electric Nail Trimmer for Baby Newborn - যেটা কিনা খুব সহজেই Babyদের নখ Manicure এবং Pedicure করতে পারে।

 

You can Watch this Video-


Electric Nail Trimmer for Baby Newborn Nail Trimmer Manicure Kit For Baby Baby Nail Trimmer Nail Care High Quality Baby Nail Trimmer Baby Care Set Electric Manicure Set Electric Nail Cutter for Baby |

 
শিশুদের নখ কাটা নিয়ে ঝামেলা? সেই ঝামেলা দূর করতে পারে এই গেজেটটি। এটা হচ্ছে - Electric Nail Trimmer for Baby Newborn। যেটা কিনা খুব সহজেই Babyদের নখ Manicure এবং Pedicure করতে পারে।

এটি Plastic Materials; Grinder Pads পাওয়া যাবে 6 Pieces; Main Unit হচ্ছে- A long main trimmer; থাকবে LED Light; Use করা যাবে - Finger এবং Toe তে; Portable - Easy to Carry and Keep; এর Power হচ্ছে- 2 AA Batteries, এটা থেকে around 400–900 milliampere এর hours capacity পাওয়া যাবে। এই Nail Trimmer টির Size হচ্ছে - 8.6x5.2x15.5cm এবং Product Type - Manicure Pedicure Set।

babies Electric Nail Trimmer Care Set এ যা পাওয়া যাবেঃ ছয়টি ছোট গোল গ্রিন্ডিংস, লম্বা মেইন ট্রিমার মেশিন এবং একটি Manual Guide।

Manual Guide টিতে উল্লেখ করা আছে, এই Pink Color এর Fine Grinding Head টি 0-3 মাসের Babyদের জন্য। Yellow Color টি 4-11 মাসের Babyদের জন্য। Blue Color টি 12 মাসের উপরের Babyদের জন্য। White Color টি দিয়ে Polishing Head করা যাবে। আর Metal Grinding Head এবং Cylindrical Grinding Head গুলো দিয়ে Adults দের নখ ও কাটা যেতে পারে। এটিকে Run করানোর জন্য আলাদা করে এই ধরণের দুটি ব্যাটারি কিনতে হবে। সামনের দিকে একটি LED লাইট থাকবে।

এটি কয়েকটি ভাবে কন্ট্রোল করা যাবে। সুইচটি মাঝখানে থাকা আবস্থায় এটি অফ হয়ে থাকবে। সামনের দিকে সুইচটি একবার Press করলে Grind টি ডানে ঘুরবে, আরেকবার Press করলে আরো Speed এ ঘুরবে। ঠিক একিই ভাবে নিচের দিকে Press করানোর মাধ্যমে Grind টি বামে ঘুরানো যাবে।

Terms of use:
শিশুদের নখ নরম হওয়ায় তারা নিজেরাই নিজেদের শরীরে দাগ ফেলে বা স্ক্র্যাচ করে ব্যাথা পায়, এক্ষেত্রে নখ সমান ও মসৃন করার জন্য এই Nail Trimmerটি সহায়ক ভূমিকা পালন করবে। এখানে আছে ছয়টি Interchangeable গ্রিন্ডিংস, যা বাচ্চার বয়স অনুযায়ী পরিবর্তন করে ব্যবহার করা যাবে। মেইন ইউনিটের উপরের সাইডে পাওয়ার অফ/অন করার সুইচ আছে। যার মাধ্যমে মুড পরিবর্তন করা যায়। একটি গ্রিন্ডিংস ক্ষয় হয়ে গেলে, নতুন আরেকটি নিয়ে শিশুদের নখ সমান করা যাবে। বাচ্চার ঘুমন্ত অবস্থায় নখ কাটতে চাইলে ট্রিমারের মুড পরিবর্তন করে নিঃশব্দে ব্যবহার করা যাবে। অন্ধকারে LED লাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে এটা তারা বললেও, I thing এতো কম LED লাইটের মাধ্যমে সম্ভব নয়।

ভালো লাগলে নিতে পারেন। Update Price জানার জন্য Link থাকবে Description, Comment Box অথবা Profile এর Bio'র Website এ Check করুন। এরকম আরো ইউনিক গেজেটের ভিডিও দেখতে আমাদের সাথেই থাকতে পারেন।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.