Boycott Israeli Products! ফিলিস্তিনের মানুষের প্রতি আক্রমণের প্রতিটি বুলেটের দাম নেওয়া হচ্ছে আপনার কাছ থেকে?

ফিলিস্তিনের মানুষের প্রতি আক্রমণের প্রতিটি বুলেটের দাম নেওয়া হচ্ছে আপনার কাছ থেকে। কিভাবে? আসুন মিলিয়ে নেই!

You Can Watch this Video

এই বাংলাদেশে কি পরিমাণ Coca-Cola বিক্রি হয় আপনার হিসাব আছে? আপনি যে শান্তিতে কোকা-কোলাতে ডুক দিচ্ছেন, এই ডুকের জন্য ফিলিস্তিনের মানুষ প্রতি নিয়ত হা হা কার করছে। আর চালাক ইজরাইল কিনলে নামের পানি খাওয়াচ্ছে আমাদের। মানে আমাদের ঠিক রেখে যা অত্যাচার র্নিযাতন করতেছে ফিলিস্তিনিদের উপর। আর আপনার শিশুকে প্রতিদিন নেসলে কোম্পানির কতো ধরণের যে প্রোডাক্ট আপনি খাওয়াচ্ছেন, সেই প্রোডাক্টের লাভের টাকা দিয়ে আক্রমণ করা হচ্ছে ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুদের উপর। আপনার শিশুরতো আবার মেগি নুডুস ছাড়া চলেই না, মনে আছে সেই শিশুর কথা যে মৃত্যুর সময় বলেছিলো আমি সব আল্লাহকে বলে দিবো। তাদের মৃত্যুর পিছনে কি আমরা দায়ি নই? আমরা জেনে না জেনে স্প্রাইট, ফান্টা, কিটকাটের মতো চকলেট এরক আরো ৪৬টি পণ্য কিনে আমরা ইজরাইলের অর্থনিতিকে স্বচ্ছল রেখে ফিলিস্তিনিদের উপর এই গণ-হত্যার একজন অংশিদার হচ্ছি। আর এইযে আপনারা নেসকেফ এর কফি খান সেটাওতো ইজরায়েল এর পণ্য। আমি যেদিন থেকে জেনেছি ইজরাইলের পণ্য কি কি সেদিন থেকে মুখস্ত করতেছি। চাইলে আপনিও গুগোলে র্সাচ করে জেনে নিতে পারেন।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদি রাষ্ট্র ইসরাইলির পণ্য বয়কটের ঘোষণা দেওয়া শুরু করেছে সাধারণ জনগন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটারসহ সকল সোশ্যাল মিডিয়াতে সকলেই পণ্য বয়কটের আন্দোলনে শামিল হচ্ছে। ইসরায়েল রাষ্ট্র একের পর এক ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর হামলা করছে। যুগে যুগে যখন মুসলমানদের উপর বিভিন্ন অত্যাচার হয়েছে, সেখানে অত্যাচারিত জাতির পাশে দাঁড়িয়েছে সকল মুসলিম দেশ। ফিলিস্তিনিদের জমি ও বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। এমতাবচ্ছায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে পণ্য বয়কটের ঘোষণা দিচ্ছে, যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা বাজারজাত করে তারা একই অপরাধে পাপী হিসেবে স্বীকৃত। এক্ষেত্রে ইসরায়েল রাষ্ট্র কিছুটা হলেও অর্থনৈতিকভাবে বেকায়দা পড়েবে।

বাংলাদেশ উল্লেখযোগ্য ইসরাইলি পণ্যের মধ্যে আছে কোমল পানীয় পেপসি, সেভেন আপ, স্প্রাইট, মিরিন্ডা, মাউন্টেড ডিউ, ফান্টা, একুয়াফিনা। এছাড়া আছে তাজা চা পাতা, ট্যাং,নাইকি, নেস্টলে লেভিসসহ বহুজাতিক পণ্য যা আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হিসেবে ব্যবহার করে আসছি।

আমার মতো যদি একজন ইজরাইলি পণ্য বয়কট করে তাহলে তাদের কিচ্ছু হবে না কিন্তু আমরা সবাই বয়কট করলে ইজরাইলের অর্থনিতিতে দস পড়বে। আমিযে এই কন্টেন্ট বানিয়েছি তার একটাই উদ্দেশ্য, যে মানুষজন জানুক দূর থেকেও মুসলমানদের উপর অত্যাচারিরদের সাথে কিভাবে যুদ্ধ করা যায়। তাই সকলের কাছে অনুরোধ করবো যে যেভাবেই পারেন ছড়িয়ে দিন, বিভিন্ন সোসাল প্লাটর্ফমে ইজরাইলের পণ্য গুলো, যাতে মানুষ ইজরাইলি পণ্য বয়কট করে বিকল্প পণ্য বেচে নিতে পারে। অথবা এই ধরণের ভিডিও কিংবা পোস্ট আপনার সামনে আসলে লাইক, শেয়ার করে সহযোগিতা করতে পারেন, যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। এটাই হবে আমাদের ইজরালের বিরুদ্বে সমসাময়িক এক প্রকার যুদ্ধ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.