Bangladesh National Zoo । বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা । Mirpur, Dhaka, Bangladesh । #IHsharif

Hi Guys! আজকে আমরা কথা বলবো Bangladesh National Zoo নিয়ে।
 
আস্সালামু আলাইকুম। আজকের ব্লগটি শুুরু হবে, আমার Classmate Redowan এর সাথে। আমি কুমিল্লা থেকে এসেছি তার সাথে Meet করতে এবং Vlog Video তৈরী করতে। আজকে আপনাদের সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরিয়ে দেখাবো এবং পশু পাখিদের বর্ণনা দেয়ার চেষ্টা করব। সেইসাথে জানাবো কখন ও কিভাবে এই চিড়িয়াখানায় আসতে হবে, এবং চিড়িয়াখানা ঘুরে দেখতে আপনার কত টাকা খরচ হতে পারে, বিস্তারিত.....

বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ১৯৫০ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে ১৯৭৪ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়।

(Redowan Says: ”জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” আমরা এখন আছি বাঘের খাচার সামনে, অবশ্যই বাঘটি আমাদের সাথে রাগ করছে। বাঘটি অনেক দূরে রয়েছে।)

চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় ১৯৭৪ সালের ২৩ জুন। বছরে প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট ৩৭.৫ মিলিয়ন টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়।

(Redowan Says: তো আমরা এখন দাড়িয়ে আছি সিংহের খাচার সামনে। সিংহ দুইটি ঘুমাচ্ছে।)

প্রধান প্রদর্শনসমূহের মধ্যে উল্লেখ্যযোগ্য- রয়েল বেঙ্গল টাইগার, এশীয় সিংহ, লোনা পানির কুমির, ইমপালা, এমু, টাপির, এশীয় কালো ভাল্লুক ইত্যাদি।

(Redowan Says: সাপ দেখতে পাচ্ছি আমরা, অজগর সাপ। অজগর সাপটি ঘুমাচ্ছে। আমরা ছোট বেলায় শিখেছি, অ তে অজগরটি আসতে পেরে অবশ্যই অজগরটি আসতে পারছেনা, এটি শুয়ে আছে। একটু পরে হয়তো খাবার দেওয়া হবে, নিশ্চই এরা খুর্ধাথ, ক্লান্ত। আমরা এখন রয়েছি সাপের জায়গায়।)

ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় ৭৫ হেক্টর। চিড়িয়াখানার চত্বরে ১৩ হেক্টরের দুটি দৃষ্টিনন্দন প্রশস্ত লেক আছে।

(Redowan Says: আমরা দেখতে পাচ্ছি ক্যাংগারু। ক্যাংগারু খাচার সামনে আমরা রয়েছি।)

২০২২ সাল পর্যন্ত ঢাকা চিড়িয়াখানায় ১৯১ প্রজাতির ৪৯৭২ টি প্রাণী রয়েছে। তবে ঢাকা চিড়িয়াখানায় ১৩৮ প্রজাতির ২ হাজার ৬২২টি প্রাণী ও পাখি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

চিড়িয়াখানাটি ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন, শিশুদের জন্য ছোট্ট একটি শিশু পার্ক। এ-ই পার্কে তেমন কিছু না থাকলেও উল্লেখযোগ্য দুটি রাইড রয়েছে। তার মধ্যে একটি হলো ট্রেন রাইড।

এই চিড়িয়াখানাটিতে রয়েছে একটি Zoo Museum। ১০ টাকার টিকিটে এই প্রাণী জাদুঘরে দেখতে পাবেন, মানুষের তৈরী তিমির কংকালসহ বেশ কিছু ফিস এ্যাকুরিয়াম।
এবার চলুন, আমরা এক এক করে ফিস এ্যাকুরিয়াম গুলোর সাথে পরিচিত হই। Watch the full Video👇

☑️কিভাবে আসবেন:
মিরপুর এক নম্বরের সনি সিনেমা হলের সামনের গোলচত্বর থেকে যে রাস্তাটি উত্তর দিকে গিয়েছে, সে রাস্তাটি সরাসরি চিড়িয়াখানার দিকে গিয়েছে। সনি সিনেমা হলের সামনে থেকে আপনি রিক্সা বা বাসে করে সরাসরি চিড়িয়াখানা যেতে পারেন।

☑️কখন আসবেন:
গ্রীষ্মকালে ১ই এপ্রিল থেকে ৩০ই শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পুর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। শীতকালে ১ই অক্টোবর থেকে ৩১ই শে মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পুর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে।

☑️সাপ্তাহিক বন্ধ:
চিড়িয়াখানা প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। তবে রবিবার যদি সরকারি বন্ধ হয় তাহলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। এছাড়া ঈদের দিনেও চিড়িয়াখানা খোলা থাকে।

☑️টিকেট:
দুই বছরের বেশি যে কারও জন্যে প্রবেশ টিকেটের মূল্য ৫০ টাকা।
এছাড়া ছাত্র ছাত্রীদের জন্য প্রবেশ টিকেট মূল্য অর্ধেক। সেই ক্ষেত্রে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে।

পিকনিক স্পট ভাড়া: উৎসব এবং নিঝুম নামের পিকনিক স্পট সারাদিনের জন্যে ভাড়া করতে লাগবে যথাক্রমে ১০,০০০ ও ৬,০০০ টাকা।

তো এ-ই ছিলো আজকের Blog & Vlog Video, আশাকরি Article & Video টি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে আমাকে SUBSCRIBE করে রাখতে পারেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ!

### Exploring the Wonders of Bangladesh National Zoo: A Haven for Wildlife Enthusiasts

Located in the bustling capital city of Dhaka, the Bangladesh National Zoo is a treasure trove of biodiversity and a beloved destination for nature lovers, families, and tourists. Spread over a sprawling 186 acres, this zoo is home to an impressive array of animals and birds, offering a unique blend of education, conservation, and recreation. Let’s dive into what makes the Bangladesh National Zoo a must-visit attraction.

#### A Glimpse into the Animal Kingdom
The Bangladesh National Zoo houses over 2,000 animals representing more than 165 species from around the globe. From majestic Bengal tigers and regal lions to playful chimpanzees and elegant giraffes, the zoo offers visitors a chance to observe and learn about diverse wildlife up close. The carefully designed enclosures aim to mimic the animals' natural habitats, providing them with a comfortable and enriching environment.

#### Aviary Adventures
Bird enthusiasts will be delighted by the zoo’s extensive aviary section. With over 1,000 birds from 90 species, the aviary is a vibrant and colorful space where visitors can marvel at the beauty of peacocks, parrots, and various exotic birds. The serene environment, filled with the melodious chirping of birds, is a peaceful retreat within the zoo.

#### Conservation and Education
One of the primary missions of the Bangladesh National Zoo is to promote wildlife conservation and education. The zoo actively participates in breeding programs for endangered species, contributing to global efforts to preserve biodiversity. Educational programs and guided tours are available for school groups and visitors, offering valuable insights into the importance of wildlife conservation and the role each individual can play in protecting our planet's fauna.

#### Family-Friendly Activities
The zoo is designed to be a family-friendly destination, with a variety of activities that cater to visitors of all ages. The children's playgrounds, picnic areas, and boating facilities on the zoo’s serene lake provide ample opportunities for families to relax and enjoy a fun day out. The zoo also hosts regular events and exhibitions, adding an extra layer of excitement to each visit.

#### Botanical Beauty
In addition to its impressive animal collection, the Bangladesh National Zoo is also home to beautiful botanical gardens. These gardens feature a wide variety of plants, trees, and flowers, creating a lush and vibrant landscape. The well-maintained pathways allow visitors to explore and appreciate the diverse flora, adding a touch of tranquility to the zoo experience.

#### Tips for a Memorable Visit
To make the most of your visit to the Bangladesh National Zoo, consider the following tips:
- **Plan ahead:** Check the zoo's opening hours and any scheduled events or feeding times to ensure you don't miss any highlights.
- **Wear comfortable clothing:** Given the size of the zoo, comfortable walking shoes and weather-appropriate clothing are essential.
- **Stay hydrated:** Bring water bottles, especially during the hotter months, to stay refreshed as you explore.
- **Respect the animals:** Follow all zoo guidelines, avoid feeding the animals, and maintain a safe distance from enclosures.

#### Final Thoughts
The Bangladesh National Zoo is more than just a place to see animals; it's a sanctuary that fosters a deep appreciation for wildlife and the natural world. Whether you're a local resident or a visitor to Dhaka, a trip to the zoo offers a chance to connect with nature, learn about conservation efforts, and create lasting memories with loved ones. So, embark on an adventure to the Bangladesh National Zoo and discover the wonders that await in this incredible wildlife haven.

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.